Friday, 24 July, 2015 2:15:36 AM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশে পানি ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এক সংসদ সদস্য ও আরেক কাউন্সিলরকে দড়ি দিয়ে বেঁধে রেখে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী। তিন ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ সুপারেন্টিডেন্ট মুনিরাজ জানান, বহুজন সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের মুঘালসারাইয়ের এমএলএ বাব্বান সিং চৌহান এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামুদ্দিন আলীনগর গ্রামে গিয়েছিলেন গ্রামবাসীর সমস্যা শুনতে। এসময় গ্রামবাসী জানান, রমজানজুড়ে তারা বিদ্যুৎ ও পানির সঙ্কটে ভুগেছেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের দু’জনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ওই গ্রামে ছুটে যায়। পরে গ্রামবাসীর সঙ্গে আলোচনা শেষে তাদের মুক্ত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে নিশ্চিত করা হয়েছে, দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur