উপজেলা সংবাদ

ক্ষতিগ্রস্ত লোকজনকে দ্রুত ত্রাণ দেয়া হবে : জেলা প্রশাসক

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) । আপডেট: ০৬:৪০ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মেঘনায় পাহাড়ী ঢলে আকস্মিক জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় প্লাবিত নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্দী ৪টি ইউনিয়নসহ বেড়িবাঁধের বাইরের ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনকালে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, “পানিতে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।”

বুধবার দুপুর ২টায় হাইমচর উপজেলার হাইমচর নতুন বাজার এলাকায় পরিদর্শনকালে জেলা প্রশাসক আরো বলেন, “জোয়ারের পানিতে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে।’’

এ সময় তিনি আরো বলেন, “যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরকেই বেশি প্রাধান্য দিতে হবে।”

তিনি আরো বলেন, “চাঁদপুর জেলার সবক’টি উপজেলার চেয়ে হাইমচরে ত্রাণসামগ্রী বেশি করে দেয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কমকর্তা এসএম সরওয়ার কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, হাইমচর থানা এসআই আবদুল হালিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কাউসার মিয়াজি, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ বাশার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share