চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে জেলা পুলিশের খাদ্য সহায়তা বিতরন।আজ সোমবার হাইমচর থানা মাঠে খাদ্য সহায়তা বিতরণী হয।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত কুমার এর পরিচালনা প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন ‘করোনা ভাইরাস হয়েছে শুনে আতংকিত না হয়ে সচেতন হোন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। নিয়মিত ম্যাস্ক ব্যবহার করুন অন্য ম্যাস্ক পড়তে বলবেন।’
এ সময় আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলার পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী,চাঁদপুর জেলা অতি.পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি মো.ইকবাল হোসেন পাটওয়ারী,সাধারণ সম্পাদক রহিম বাদশা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো.খুরশিদ আলম শিকদার।
মো.ইসমাইল , ২ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur