বিডি ক্লিনের ৩ জুনকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ ঘোষণার দাবি

৩ জুনকে‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার ২ জুন বিডি কিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ দাবি জানায় স্বেচ্ছাসেবীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সারাদেশের বিডি কিনের টিম সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত একযোগে ১৬৭ টি স্থান পরিষ্কার করে। এসময় জেলা টিমের সঙ্গে জেলা প্রশাসক,উপজেলা টিমের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জোনাল টিম গুলোর সাথে স্থানীর থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

অভিযান চলাকালে সংগঠনটির প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন,‘নতুন প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যাশায় আমরা সারাদেশে ৩৬ হাজার ৪ শ ৭৮ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। প্রায় প্রতিদিনই আমাদের সাথে উদ্যমী কিছু তারুণ্য এ কাজে যুক্ত হচ্ছে। যাদের লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ আর উদ্দেশ্য আদর্শবান সুনাগরিক হিসেবে দেশের প্রতি নির্লোভ দায়িত্ব পালন করার প্রত্যাশা। আমি তাদের প্রতিনিধি হিসেবে আমাদের ১৬ কোটি বাঙালির অভিভাবক ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতি ৩ জুনকে “জাতীয় পরিচ্ছন্ন দিবস” হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি। ’

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন বলেন,‘আমরা দেশজুড়ে দেশপ্রেমী তারুণ্যদেরকে নিয়ে জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার ও ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলে ময়লা-আবর্জনা বিহীন একটি সুন্দর পরিপাটি ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ’

আমরা ৬ বছর শেষে ৩৬ হাজারের অধিক সদস্য শ্রম দিয়ে যতটুকুনা এগিয়ে যেতে পারবো তার থেকে অনেক বেশি কাজ হবে প্রধানমন্ত্রীর এক আহবানে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী কর্তৃক ৩ জুন দিনটিকে “জাতীয় পরিচ্ছন্ন দিবস” হিসেবে ঘোষণা আসলে আমরা ৬ বছরে যতটুকু এগিয়েছি তার থেকে ৫০ গুণ বেশি হয়তো রাতারাতিই হয়ে যাবে। ’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফরিদ উদ্দিন বলেন,‘ আমাদের শ্রম ঘামের যথাযথ মুল্যায়ন প্রদানে ৩ জুন দিনটিকে “জাতীয় পরিচ্ছন্ন দিবস” হিসেবে ঘোষণা করার মাধ্যমে লাল-সবুজে আবৃত তারুণ্যদেরকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে শতগুণে উৎসাহিত করবে। ’

২০১৬ সালের ৩ জুন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবীভিত্তিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বিডি ক্লিন। ৬ বছর শেষে সারা দেশের জেলা উপজেলায় ১৬৭ টি টিমে ৩৬ হাজার ৪ শ এর অধিক স্বেচ্ছাসেবী কাজ করছে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা তৈরির কাজে।

৪ জুন ২০২২
এজি

Share