Home / চাঁদপুর / জনগণকে সাথে নিয়ে ‘ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর’ করবো : জেলা প্রশাসক
ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর

জনগণকে সাথে নিয়ে ‘ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর’ করবো : জেলা প্রশাসক

‘ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর’ বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল সকলের সহযোগিতা চেয়ে বলেছেন, ‘জনগণকে সাথে নিয়ে ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর করবো। বিষয়টি শতভাগ সফল করতে জনগণের সহযোগিতা চাই। এটাকে আন্দোলন হিসেবে নিতে চাই। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও কর্মপন্থা নিধারণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বরেন।

তিনি বলেন, এটি বাস্তবায়নে পুর্নাঙ্গ পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে । চাঁদপুর পৌরসভা অগ্রণী ভুমিকা রাখবে। চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। পৌরসভার কাউন্সিলাররা প্রতিটি এলাকার পরিস্কার-পরিচ্ছন্ন কাজে নেতৃত্ব দিবেন। এ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশ দিয়ে আমরা সহযোগিতা করবো।’

এ নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাঁদপুরকে সুন্দর দেখতে চাই । ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে এগিয়ে নিতে চাই । আগামি জুনের মধ্যে ৫০ হাজার গাছ লাগানোর টার্গেট নিয়ে কাজ করবো। চলতি মাসের ২০/২৫ তারিখে অভিযানে নামবো। এ জন্য চাঁদপুরের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। চাঁদপুরের সুধীজন, সাংবাদিক, পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধিদের পাশে চাই।’

চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী ,সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর মাতৃপীড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তর কুমার, চাঁদপুর জেলা মৎস্য অফিসার সফিকুল ইসলাম, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত হোসেন, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল প্রমুখ।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply