Home / শিক্ষাঙ্গন / ৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
Ctg Versity

৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.মোহাম্মদ শামীম উদ্দীন খান।

তিনি বলেন, ‘ ৬ অক্টোবর সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর (বুধবার) পর্যন্ত চার দিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ৩ অক্টোবর আসন বরাদ্দ দেওয়া হবে এবং ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলগুলোতে সর্বশেষ আসন বরাদ্দ দেয়া হয়েছিল ২০১৭ সালের জুন মাসে। এরপর ২০১৯ ও ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষ এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি।

চাঁদপুর টাইমস রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪
এজি