Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা
Lal-card

মতলবে বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

“আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে”- এ শ্লোগান নিয়ে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে লাল কার্ড প্রদর্শন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মতলব দক্ষিণ উপজেলা ব্রাঞ্চের উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে মানববন্ধন পালন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা খানম।

স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন মতলব দক্ষিণ উপজেলা শাখার ব্যবস্থাপক মো. তসলিম আহম্মেদ। মানববন্ধন ও আলোচনা শেষে বাল্য বিয়ে নির্মুলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লাল কার্ড প্রদর্শন করা হয়।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক

Leave a Reply