ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা মিজান মালিক সভাপতি এবং দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দু’জনের চাঁদপুর জেলার কৃতি সন্তান।
৯ জানুয়ারি শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩টি পদের মধ্যে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে যুগান্তরের মিজান মালিক ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। একই পদে অপর প্রার্থী বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।
আরও পড়ুন : সত্যের বিপক্ষে যাননি চাঁদপুরের কৃতি সন্তান মিজান মালিক
সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মুহা. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে হাসান-উজ-জামান ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা ১০৫ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর পেয়েছেন ৯৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দিপন দেওয়ান পেয়েছেন ৯৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৭২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবু পেয়েছেন ৮৩ ভোট।
দপ্তর সম্পাদক পদে এস. এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যর তিনটি পদে প্রার্থী ছিলেন তিনজন। ১৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন গোলাম সাত্তার রনি, ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এস. এম মিন্টু হোসেন এবং ১১২ ভোট পেয়ে কাজী জামশেদ নাজিম তৃতীয় সদস্য হয়েছেন।
মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। অপর দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আহমদ আতিক।
ঢাকা ব্যুরো চীফ, ১০ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur