মতলব দক্ষিণ

‘ক্রীড়াবিদ অতি সহজেই বিশ্বের কাছে পরিচিত হতে পারে’

বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব (অবঃ) মোঃ আমিরুল ইসলাম বলেছেন, ‘একজন ক্রীড়াবিদ অতিসহজেই বিশে^র কাছে পরিচিত হতে পারে। এজন্য ভালো খেলোয়াড়ের কোন বিকল্প নেই। একজন ভালো ছাত্র হতে হলেও খেলাধুলার প্রয়োজন রয়েছে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জনকল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকাতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মতলব দক্ষিণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাা বলেন।

উপজেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম কিরনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চন্দন সাহা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক। এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ বিভিন্ন ক্রীড়া সংগঠণের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। উক্ত ব্যাডমিন্টন খেলায় ৬৯টি দল অংশগ্রহণ করবে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share