সাংসদ আলহাজ্ব এড.মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, খেলাধুলার একমাত্র স্থান হচ্ছে ক্রীড়াঙ্গন। আর সে ক্রীড়াঙ্গন উজ্জীবিত থাকলে যুবসমাজ হবে অপরাধমুক্ত। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এএইচ গিয়াস উদ্দিন স্মৃতি টি- টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ১৯ ডিসেম্বর মতলব নিউ হোস্টেল মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, মাদক,সন্ত্রাস, ইভটিজিংসহ অপরাধ মুলক কর্মকান্ড থেকে এ প্রজন্মকে বাঁচাতে হলে এবং যুবসমাজকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। এতে শরীর স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়। মতলব নিউ হোস্টেল কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধা মরহুম গিয়াস উদ্দিন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের মাধ্যমে আওয়ামী লীগের প্রবীন এ নেতাকে স্মরণ করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান এমপি রুহুল।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম ইসফাক আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, ভিপি আতাউর রহমান, পারভেজ দেওয়ান, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী সারওয়ার সরাকার লিখন। পরে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন খালেকুজ্জামান সাব্বির, মেহেদী হাসান রিফাত, জুনায়েদ আবির শুভ, আমিনুল ইসলাম ইপন, রাকিবুল ইসলাম রাফিন, মোল্লা রাসেল প্রমুখ। টূর্নামেন্টের ফাইনাল খেলায় সূর্য সেনা একাদশ ২২ রানে উষার স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২০ ডিসেম্বর ২০২০