প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপি চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হচ্ছে।
এ লক্ষ্যে অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
৪ জানুয়ারি অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,বিতর্ক ও গজল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের পাশাপাশি দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপি ক্রিকেট,ফুটবল,ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের কোনো অর্থ প্রদান করতে হবে না।
স্মারকে আরও বলা হয়, প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ১ জানুয়ারি-১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে।
৭ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur