শিক্ষার্থীদেরকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেই এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে। মেধা বিকশিত করতে হলে লেখাপড়ার পাশাপশি খেলাধুলার প্রতি মনোনিবেশক হতে হবে। এতে শরীর ও মন বড় হবে এবং শরীর সুস্তভাবে গড়ে উঠবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আরো সমাজের প্রতি সহানুভতিশীল থাকবে। তোমাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ন মনোভাব গড়ে উঠবে। সে কারণে খেলাধুলা অপরিহার্য। তা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়,সাংস্কৃতির ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে ,যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের সকল ক্ষেত্রে বিপুল অগ্রগতি অর্জন করেছে। তাই সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অব্যাহত রাখতে সকলকে অব্যাহতভাবে কাজ করতে হবে।

তিনি ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে উপজেলার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিড়া সংস্থার সহ-সভাপতি ফারুক-বিন জামান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিড়া সংস্থার কর্মকর্তা ফারুক আহমেদ বাদল ।পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিকনেত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Share