দেশের বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল।
ওই প্রজ্ঞাপন জারির ৬ দিন পর এনএসসি কিভাবে ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠন করতে হবে সে নির্দেশনা দিয়ে কাল আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
এরই প্রেক্ষিতে এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটিগুলো ৭ সদস্যের করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন তারও একটা গাইডলাইন দিয়েছে এনএসসি।
বিভাগীয় কমিটিতে পদাধিকারবলে কমিশনারকে আহ্বায়ক করে ক্রীড়া সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও রেফারি থেকে দুইজন, স্থানীয় ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি ও ক্রীড়া সাংবাদিক একজন করে সদস্য এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালককে সদস্য সচিব করার কথা বলা হয়েছে।
একইভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলোতে জেলা প্রশাসককে পদাধিকারবলে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে স্থানীয় খেলোয়াড়, কোচ ও রেফারি থেকে দু জন, স্থানীয় ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি ও ক্রীড়া সাংবাদিককে সদস্য করার কথা বলা হয়েছে।
উপজেলাগুলোতেও ইউএনওকে আহ্বায়ক করে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে একইভাবে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করার কথা বলা হয়।
২৭ আগস্ট ২০২৪
এজি