ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। সেটি পূর্ণাঙ্গ কোনো সফর ছিল না। ছয় মাসের মধ্যে আবারও বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
এবার পূর্ণাঙ্গ সফরেই আসছে দলটি। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রেখে তিন সংস্করণেই খেলবে তারা। ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা ছিল মার্চে। পাকিস্তানে তিন দফা সফর-সূচির জটিলতা থাকায় জিম্বাবুয়ের সূচি এগিয়ে আনা হয়েছে। বিসিবি আনুষ্ঠানিকভাবে আজ এ সূচি জানিয়েছে।
পাকিস্তানের মাটিতে এখন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। এরপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলা হবে প্রথম টেস্ট। এরপর ৩ এপ্রিল প্রথম ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল করাচিতে খেলা হবে দ্বিতীয় টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এর মাঝেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল।
দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর একটি টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ম্যাচগুলো গড়াবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
জিম্বাবুয়ে সিরিজের সূচি:
তারিখ (২০২০ সাল) ম্যাচ ভেন্যু
১৫ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের আগমন
১৮–১৯ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ ঠিক হয়নি
২২–২৬ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট শেরেবাংলা, মিরপুর
১ মার্চ প্রথম ওয়ানডে জহুর আহমেদ, চট্টগ্রাম
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে জহুর আহমেদ, চট্টগ্রাম
৬ মার্চ তৃতীয় ওয়ানডে জহুর আহমেদ, চট্টগ্রাম
৯ মার্চ প্রথম টি–টোয়েন্টি শেরেবাংলা, মিরপুর
১১ মার্চ দ্বিতীয় টি–টোয়েন্টি শেরেবাংলা, মিরপুর
১২ মার্চ জিম্বাবুয়ের প্রস্থান
বার্তা কক্ষ, ২৬ জানুয়ারি ২০২০