Home / খেলাধুলা / ক্রিকেট যে ভদ্র খেলা তার প্রমাণ দিলেন মাঠেই!
ক্রিকেট যে ভদ্র খেলা তার প্রমাণ দিলেন মাঠেই!

ক্রিকেট যে ভদ্র খেলা তার প্রমাণ দিলেন মাঠেই!

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ দিনে দরকার ছিলো ৩৩ রান। ক্রিজে ছিলেন প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশের তরুণ ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান এবং তাইজুল ইসলাম। তাদের পরে ছিলো শুধু শফিউল।

এমন অবস্থায় বাংলাদেশের ক্রিকেটার এবং ভক্তরা আশাবাদী ছিলেন যে ভালাে কিছুই হবে বাংলাদেশের।

শেষ দিনের ব্যাটিংয়ে নেমেছিলেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বির রহমান ও তাইজুল ইসলাম। স্টুয়ার্ট ব্রডের করা প্রথম ওভারে এসেছিল তিন রান। বেন স্টোকসের দ্বিতীয় ওভারে এসেছে ৫ রান। জয়ের জন্য দরকার ছিল মাত্র ২২টি রান।

এরপর স্টোকসের পরপর দুই বলে তাইজুল আর শফিউল ফিরে গেলে ২২ রানের জয় নিয়ে মাঠে ইংল্যান্ড। রিভিউ নিয়ে তাইজুলকে এলবির ফাঁদে ফেলেন স্টোকস, আর শফিউল রিভিউ নিলে সেটাও স্টোকসের পক্ষে যায়।

সাব্বির রহমান ৬৪ রানে অপরাজিত ছিলেন। এমন অবস্থা কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না সাব্বির। মাঠেই হতাশ হয়ে বসে পড়েন। এমন অবস্থায় কুক-ব্রড এবং রুট সহ ইংল্যান্ডের ক্রিকেটাররা সাব্বিরকে সান্তনা দেন।

২য় ওয়ানডেতে বেশ বাকবিতন্ডায় জড়িয়েছিলো দু’দল। সে সময় এ নিয়ে বেশ আলােচনা হয়েছিলো তবে টেস্ট ম্যাচের শেষে সাব্বিরের সাথে ইংল্যান্ড ক্রিকেটারদের খেলোয়াড় সুলভ আচরণ বেশ প্রশংসিত হয়েছে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ এএম, ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply