ফিটনেস থাকতেই টেস্ট ক্রিকেট ছাড়েন পাকিস্তানের সীমার মোহাম্মদ আমির। যা নিয়ে এখনও পাকিস্তানের ক্রিকেটভক্তদের আফসোসের শেষ নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন পাকিস্তান দলের এই অপরিহার্যে সদস্য।
এরইমধ্যে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সময়ের প্রতিভাবান এই খেলোয়ার। তার সিদ্ধান্তে হতবাক করেছে ক্রিকেটপ্রেমিদের। সবার প্রশ্ন আমিরের হঠাৎ এই সিদ্ধান্তের নেপথ্যে কী?
ক্রিকেট থেকে বিদায় নেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করেছেন দলের এই বোলিং নিউক্লিয়াস।
বৃহস্পতিবার পাকিস্তানের শামা টিভিকে এক সাক্ষাৎকারে অবসরের সিদ্ধান্তের কথা জানান বাঁহাতি এই পেসার। পিসিবির পক্ষ থেকেও আমিরের এই সিদ্ধান্তের কথা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে।
এ মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন মোহাম্মদ আমির। লঙ্কা প্রিমিয়ার লিগে (এপিএল) অংশ নিতে দেশটিতে অবস্থান করছেন তিনি। ইতিমধ্যে টুর্নামেন্টটি শেষ হয়েছে।
তাই দেশে ফেরার অপেক্ষায় আছেন। পাকিস্তানে ফিরে পরিবারের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে এই অবসরের ঘোষণা দেবেন তিনি।
শ্রীলংকা থেকে পিসিবিকে বিষোদগার করে আমির বলেছেন, ‘এই মুহূর্তে আমি ক্রিকেট ছাড়ছি। আমাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমার মনে হয় না, এই ধরনের যন্ত্রণা আমি সহ্য করতে পারব। কারণ ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছি।’
এরপর তিনি বলেন,‘ দুই দিনের মধ্যে পাকিস্তান পৌঁছাব ও পরিবারের সঙ্গে আলাপ করব। তারপর এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ জানিয়ে একটি যথাযথ বিবৃতি দেব।’
গত বছরের জুলাইয়ে মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান আমির। সে সময় অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। আমিরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে পাকিস্তান।
এমন সফরকে সামনে রেখে দলের মূল পেসার কী করে অবসরের ঘোষণা দেয়! সে প্রশ্ন সামনে রেখেছিল পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। সে সময় আমিরের সরাসরি সমালোচনা করেছিলেন মিসবাহ-উল-হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসসহ দেশটির আরও অনেক সাবেকরা।
এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আমির। অনেকের ধারণা, বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলো খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন। ২৬৯টি আন্তর্জাতিক উইকেট জমা তার ঝুলিতে। এর মধ্যে টেস্টে ১১৯ উইকেট, ওয়ানডেতে ৮১ উইকেটে আর বাকি ৫০ উইকেট টি-টোয়েন্টিতে।
গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। যা তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
খেলাধুলা ডেস্ক,১৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur