চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ৪৬তম স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোতার ক্রিকেট টুর্ণামেন্ট বুধবার (২১ ডিসেম্বর) সকালে ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছেঙ্গারচর জোনের ক্রিকেট প্রতিযোগতা উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার।
তিনি বলেন, খেলাধুলা মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জাতিকে এগিয়ে নিতে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ। বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচয় করিয়েছে ক্রিকেট। তাই সকলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
তিনি আরো বলেন, মাদক থেকে দূরে থাকবো, মাদকমুক্ত উন্নত সমাজ গড়বো এ অঙ্গীকার নিয়ে সকল ছাত্র-ছাত্রীদের এগিয়ে যেতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনিজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, ছেঙ্গারচর পৌর প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, সমাজ সেবক এনামুল আলম সিদ্দিকী দুলাল, কালীপুর উবি ও কলেজের অধ্যক্ষ এনামুল হক, ইমামপুর পল্লী মঙ্গল উবির প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, নাউরী আহম্মদীয়া উবির প্রধান মো. তাজুল ইসলাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. বদিউল আলম, মো. সোহরাব হোসেন, মো. আযহারুল ইসলাম দুলাল, সিনিয়র শিক্ষক আ. হক খান বিএসসি, সিনিয়র শিক্ষক মো. আয়েত আলী, মো. শাহিন আলম, মো. আবুল কালাম প্রমূখ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি মো. কামাল হোসেন খান।
ছেঙ্গারচর জোনের ক্রিকেট খেলায় ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয়, কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় এবং শরীফ উল্লা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে।
নক আউট ভিত্তিতে ১০ ওভার করে খেলা পরিচালনা হয়। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাথাভাঙ্গা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাশেদুজ্জামান, ক্রীড়া সংগঠক মো. শরীফ হোসেন ও মো. শাহীন আলম।
প্রতিবেদক-কামাল হোসেন, মতলব উত্তর ।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬ বুধবার
এইউ