চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উপলক্ষে ৫ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সোমবার(৫ ডিসেম্বর) সকালে উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার।
জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সর্বিক তত্ত্ববধানে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, ক্রীড়া সংস্থার সদস্য শরীফ মো. আশ্রাফুল, ক্রিকেট কোচ শামিম ফারুকী, সাবেক খেলোয়ার অমিয় রায় জন্টু প্রমুখ।
প্রতিবেদক আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ৫:৫১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur