হাজীগঞ্জে মরহুম আব্দুল রব বলির স্মৃতি স্বরণে ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরস্কার বিতরন করা হয়। বৃহস্পতিবার বিকালে আল কাউসার স্কুল মাঠে উক্ত ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. এবায়েদুর রহমান খোকন।
এর আগের দিন বুধবার উক্ত উদ্বোধনী খেলা মো. তুহিন বলি ও রানার যৌথ পরিচালালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহিদুল আজহার আলম।
ওই সময় অন্যান্যদের মাঝে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ মোল্লা, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিয়াদ বলি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন জীবন, বিশিষ্ট সমাজ সেবক মো. হান্নান বলি, আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
বলি.কম এর আয়োজনে মোট ২৪ টিম অংশ গ্রহণ করেন। ২০ দলের মধ্যে প্রতিযোগিতা দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur