একসময় ক্রিকেট ছিল সাদাকালো ম্যাড়ম্যাড়ে পাঁচ দিনের খেলা। লিভারপুলের তৎকালীন কোচ রাফা বেনিতেজ এবার এ নিয়ে তীক্ষ্ম কৌতুকও করেছিলেন। রঙিন পোশাকের অডিআই’ও খুব একটা পরিবর্তন আনতে পারেনি। কিন্তু হালের ধুমধাড়াক্কা টি-টুয়েন্টি সব পাল্টে দিয়েছে।
ক্রিকেট শুধু এখন রঙিনই নয়, বরং একটু বেশিই মশলাদার। শুধুমাত্র সাবেক ক্রিকেটার কিংবা ক্রিকেট ধারাভাষ্যকারের বদলে মাঠে এসেছে নারী উপস্থাপিকা ও চিয়ার্স লিডাররা। তাদের অনেকেই নিজেদের সৌন্দর্য কিংবা আবেদন দিয়ে জয় করেছেন অসংখ্য ক্রিকেট ভক্তের মন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার বেছে নিয়েছে বিশ্বজুড়ে সেরা পাঁচ আবেদনময়ী নারী ক্রিকেট উপস্থাপিকাকে। এরা হলেন, অস্ট্রেলিয়ার মেল ম্যাকলফলিন, ভারতের মায়ান্তি ল্যাঙ্গার, নিউ জিল্যান্ডের লরা ম্যাকগোল্ডরিক, বাংলাদেশের আমব্রিন ও ইংল্যান্ডের বাঙ্গালী বংশোদ্ভূত সাবেক ক্রিকেটার ও উপস্থাপিকা ইশা গুহা।

আমব্রিন ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ ১০ প্রতিযোগির একজন ছিলেন। বিপিএল’র তৃতীয় আসরে তিনি উপস্থাপনা করছেন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur