chandpur times
জাতীয় দলের তারকারা ছুটি কাটাতে আপাতত প্রায় সবাই যার যার বাড়িতে আছেন। সময়টাও কাটছে দারুণ আনন্দে।
এর মধ্যে রুবেল হোসেন ফিরে গেছেন একেবারে তার শেকড়ে। নিজের শহরের স্কুল, মাছপ্রক্রিয়া করার কারখানা থেকে শুরু করে বাচ্চাদের ক্রিকেট টূর্নামেন্ট; বড় ব্যস্ত সময় কাটছে এই ফার্স্ট বোলারের।
পুরো বাগেরহাট জুড়েই এখনো ক্রিকেটার রুবেলকে নিয়ে চলছে উৎসব। জাতীয় এ নায়কের এমন আনন্দের দিনে তার পাশে সময়টুকু উপভোগ করতে চান রুবেলের সাবেক প্রেমিকা ও উঠতি চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি।
মামলার বিষয়ে সুরাহা করতেই রুবেলকে বারবার ফোন করার পরও না ধরার কারণে চলতি সপ্তাহের শেষ দিকে বাগেরহাট যেতে চান হ্যাপি। এমনটাই নিশ্চিত করেছেন তিনি।উৎসঃ প্রাইমনিউজ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur