নারী ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে ‘গর্ভধারণ করেছেন কি না’ এই শর্ত জুড়ে দিয়ে বিপাকে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দেশটির প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্প্রতি দেশটির নারী ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তির সিদ্ধান্ত নেয় সিএ। সেখানে একটি শর্ত জুড়ে দিয়ে জানতে চাওয়া হয়, ‘চুক্তির আগ পর্যন্ত কখনো গর্ভধারণ করেছেন কি না?’
এই প্রশ্নের উত্তর জমা দেয়ার নির্দেশ দেয়া হয় বোর্ডের মেডিকেল অফিসারের কাছে। শর্তের বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সংগঠন প্রতিবাদ করলে গণমাধ্যমে জানাজানি হয়।
প্রাথমিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই শর্তের ব্যাপারে নিজেদের পক্ষে সাফাই গায়, ‘আমাদের প্রাথমিক আগ্রহ ছিল নারী খেলোয়াড়দের সুস্বাস্থ্য নিয়ে। তাদের শিশুদের নিয়ে। কোনোভাবে তাদের অনাগত সন্তানকে আমরা ঝুঁকির ভেতর ফেলতে চাইনি।’ মন্তব্য করে সিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা প্যাট হোয়ার্ড বলেন, ‘ক্রিকেট খেলোয়াড়দের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আমাদের চিকিৎসক এবং খেলোয়াড়রা তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন কি না সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চেয়েছি।’
কিন্তু শনিবার এই অবস্থান থেকে সরে এসে সুর পরিবর্তন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। বলছেন, এই শর্তের বিষয়টি ভেবে দেখা হবে।
‘আমরা তদন্তের ব্যাপারে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবো। আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ সমর্থন যোগাতে চাই।’ বলেন প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড।
সুর পাল্টালেও সান্ডারল্যান্ড খেলোয়াড়দের সংগঠনকে এক হাত নিয়েছেন, ‘এই ইস্যুটি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আচরণ দেখে আমরা হতাশ। চুক্তির সময় প্রতিটি বিষয় তারা জানতো। কিন্তু তখন কোনো অভিযোগ করেনি। এখন এই বিষয়টি নিয়ে তাদের ভূমিকার জন্য দায় নেয়া উচিত।’
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২ : ১৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬, রোবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur