খেলা পাগল জাতি বাংলাদেশিরা। তবে এ ক্ষেত্রে একচেটিয়া রাজত্ব ক্রিকেটের। বৃদ্ধ-যুবক কিংবা মহিলারা সবাই আপন করে নিয়েছে এই ক্রিকেটকে। আর তা প্রত্যক্ষ করা যায় স্টেডিয়ামের গ্যালারি লক্ষ্য করলে। দু’হাত তুলে মোনাজাত, কিংবা আবেগে কেঁদে ফেলা এসব অহরহ ঘটে খেলা চলাকালীন।
যাদের কারণে বাংলাদেশে ক্রিকেট এতো জনপ্রিয় আমরা কি জানি তারা কোথায় থেকে উঠে এসেছেন? তাদের গ্রামের বাড়ি কোথায়? এক নজরে দেখে নিন বাংলাদেশি ক্রিকেটারদের কোন জেলায় কার বাড়ি:
১। তামিম ইকবাল -চট্টগ্রাম
২। ইমরুল কায়েস-মেহেরপুর
৩। এনামুল হক- কুষ্টিয়া
৪। জুনায়েদ সিদ্দীক- রাজশাহী
৫। মুশফিকুর রহিম- বগুড়া
৬। মুমিনুল হক- কক্সবাজার
৭। সাকিব আল হাসান- মাগুরা
৮। রুবেল হোসেন-বাগেরহাট
৯। মাশরাফি বিন মর্তুজা- নড়াইল
১০।শফিউল ইসলাম- বগুড়া
১১। আব্দুর রাজ্জাক-খুলনা
১২ ।সৈয়দ রাসেল -যশোর
১৩। আবুল হাসান রাজু- মৌলভীবাজার
১৪। নাজমুল হোসেন- হবিগঞ্জ
১৫। অলক কাপালী-সিলেট
১৬। নাসির হোসেন-রংপুর
১৭। নাঈম ইসলাম-গাইবান্ধা
১৮। মোহাম্মদ আশরাফুল- বি বাডিয়া।
১৯। সোহাগ গাজি- পটুয়াখালী
২০। আল-আমিন হোসেন-ঝিনাইদহ
২১। শাহাদাত হোসেন- নারায়ণগঞ্জ
২২। মাহমুদুল্লাহ রিয়াদ- ময়মনসিংহ
২৩। ফরহাদ রেজা-রাজশাহী
২৪। জিয়াউর রহমান- খুলনা
২৫।নাজিমউদ্দিন-চট্টগ্রাম
২৬। নাফিস ইকবাল- চট্টগ্রাম
২৭। শুভাগত হোম- ময়মনসিংহ
২৮। সোহরাওয়ার্দী শুভ- রংপুর
২৯। তাপস বৈশ্য-সিলেট
৩০। ইলিয়াস সানী- ঢাকা
৩১। জহুরুল ইসলাম-রাজশাহী
৩২। তাসকীন আহমেদ-ঢাকা
৩৩। শাহরিয়ার নাফিস-বরিশাল
৩৪। মাহবুবুল আলম রবিন- ফরিদপুর
৩৫। ধীমান ঘোষ-দিনাজপুর
৩৬। রবিউল ইসলাম -সাতক্ষীরা
৩৭। সৌম্য সরকার-সাতক্ষীরা
৩৮। জোবায়ের হোসেন লিখন- জামালপুর
৩৯। রকিবুল হাসান-জামালপুর
৪০। তাইজুল ইসলাম- নাটোর
৪১। এনামুল হক জুনিয়র- সিলেট
৪২। মোস্তাফিজুর রহমান-সাতক্ষীরা
৪৩। শাহরিয়ার নাফিস-বরিশাল
৪৪। সাব্বির রহমান-রাজশাহী
৪৫। মেহেদি মারুফ – টাংগাইল
৪৬। লিটন কুমার দাস-দিনাজপুর
৪৭। শুভাগত হোম-ময়মনসিংহ
৪৮। জিয়াউর রহমান-খুলনা
এখানে বলুন আপনার জেলার কে কে আছেন?
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১০ : ১৫ পিএম, ৩ সেপ্টম্বর ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur