সাম্প্রতিক সময়ে দেশের জনপ্রিয় গায়িকা ন্যান্সি রাজনীতির সঙ্গে পরিচয়ে জড়ালে তাঁর নেপথ্য কারণ জানতে উদগ্রীব হয়ে পড়ে বার্ডস আই। ন্যান্সির ওপর নজরদারী করতে যেয়ে বেরে হয়ে এসেছে অভিনব এবং নানা স্ক্যান্ডালের খবর, যা সারা দেশের তাঁর ভক্তকুল কে কেবল নিরাশই করবে।
খুব সাদামাটা জীবনের সঙ্গে পরিচিত এই শিল্পীর তারকা খ্যাতির বিড়ম্বনায় তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন তা এখন ওপেন সিক্রেট। বিবাহিত জীবনের দু’ দুটো ইনিংসের মালিক এই ন্যান্সির এখন আসল লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা ও সম্মান। কিন্তু তা পেতে তাঁকে নিজের সতীত্ব বিসর্জনের মতো সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে।
ন্যান্সি গড্ডালিকা প্রবাহের মতো নিজেকে সেক্স স্ক্যান্ডালে জড়াননি। কিন্তু ক্যারিয়ারের স্বার্থে তিনি বিশেষ কয়েকজনের সঙ্গে বিছানা সম্পর্ক গড়ে তুলেন। হালে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন রাজনৈতিক নেতার জন্য শেষবারের মতো পোশাক খুলেছেন ন্যান্সি। যে নেতার ইতোমধ্যে দেশ এবং বিদেশের অযুত সংস্কৃতি অঙ্গনের সুন্দরী নারীর সঙ্গে সেক্স স্ক্যান্ডালের অভিযোগ। -সূত্র: যমুনা নিউজ
https://www.youtube.com/watch?v=yFagE_c60Qs
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur