রঙ লেগেছে কৃষ্ণচূড়ায়। কৃষ্ণচুড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। এ সুন্দর গানের কথায় মুগ্ধ যেনো কৃষ্ণচুড়া নিজেও।
কৃষ্ণচূড়ার এমন লালে লাল ছড়ানো দৃশ্য দেখে যে কোনো মানুষেরই মনে পড়বে এরকম সুন্দর গানের কথাগুলো।
আর এমন গানের কথার মতো ভালোবাসার টানে কোনো প্রিয়জনের আসার অপেক্ষা না থাকলেও হয়তো নতুন কোনো সুখের বার্তা নিয়ে বৈশাখের প্রথম প্রহরে এভাবেই কৃষ্ণচূড়া তার সমস্ত রং ছড়িয়ে দিয়েছে।
কৃষ্ণচূড়ার শাখায়, শাখায়, পাতায় পাতায় যেনো লেগেছে আগুন।
দৃষ্টিনন্দিত রং ছড়ানো এ কৃষাচূড়ার দৃশ্যটি সোমবার (২৫ এপ্রিল) দুপুরে চাদঁপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] ছবি ও প্রতিবেদন কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur