চাঁদপুর

‘সবাই এগিয়ে আসলে চাঁদপুরবাসী ভেজালমুক্ত খাদ্য পাবে’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘চাঁদপুরে ক্যাবের কার্যক্রম অনেক সক্রিয় রয়েছে। জেলা প্রশাসনকে ক্যাবের নেতৃবৃন্দ বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। আমিও ক্যাবের সদস্য হিসেবে কাজ করতে চাই। ক্যাবের পাশাপাশি সকলে এগিয়ে আসলে চাঁদপুরবাসীর কাছে আমরা ভেজালমুক্ত খাদ্য পরিবেশন করতে পারবো।’

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার আয়োজনে ভোক্তার স্বার্থ রক্ষায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা বেকারী মালিক সমিতির সভাপতি এস এম জয়নাল আবেদীন, সিইআই পলিটেকনিক ইনস্টিটিউটের মো. শাহ আলম, জেলা ক্যাবের সদস্য শাহজাহান চৌকদার।

জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের পরিচালনায় পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্ল্যাহ, চাঁদপুর পৌরসভার প্রকৌশলী এ এইচ শামছুদ্দোহা, জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা, সদস্য বিপ্লব সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share