ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের চা বিক্রেতা এনামুলের স্ত্রী তিন সন্তানের জননী রুলি বেগম মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তিনি দীর্ঘ দিন ধরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু টাকার অভাবের চিকিৎসা করতে না পারায় রুলি বেগমকে বাড়িতে ফেরত আনা হয়েছে।
তিন সন্তানের জননী রুলি বেগমকে বাঁচাতে অনেক অর্থের দরকার যা চা বিক্রেতা স্বামীর পক্ষে কোনোভাবেই সে অর্থ জোগাড় করা সম্ভব না।
তাই রুলি বেগমকে বাঁচাতে তার স্বামী ও তিন শিশু সন্তান সকলের কাছে বিনীতভাবে আর্থিক সহযোগিতা কামনা করেছে।
যদি কেউ তিন শিশু সন্তানের মাকে বাঁচাতে আর্থিক সাহায্য দিতে আগ্রহ হন তাহলে তাঁর স্বামী এনামুলের ০১৭২২৬২৪২৫৯ বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/10/Kabirul-Islam.jpg” ]কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট [/author] : আপডেট ৯:০০ পিএম, ১৮ এপ্রিল ২০১৬, সোমবারডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur