Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী জাহানারা বাচঁতে চায়
ক্যান্সারে

কচুয়ায় ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধী জাহানারা বাচঁতে চায়

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বারৈয়ারা গ্রামের জংসর আলী বাড়ীর জাহাঙ্গীরের মেয়ে জাহানারা আক্তার (১৬) জন্ম থেকেই প্রতিবন্ধী। দিনদিন বয়স বাড়লেও প্রতিবন্ধীকতাও শারিরীক অসুস্থ্যতার কারনে জাহানারা বেড়ে উঠছে না।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী জাহানারা আক্তার দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত। বহু সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়ে জাহানারা আক্তারকে চিকিৎসা করানো হয়েছে । কিন্তু এতে জাহানার আক্তারের সমস্যার কোনো পরিবর্তন হয়নি।

তাই জাহানারা কে গত কয়েক মাস আগে চিকিৎসা করানোর জন্য মালিগাঁও ও দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকগন।

এদিকে প্রতিবন্ধী জাহানারা আক্তারের বাবার কোনো আর্থিক অস্বচছলতার কারনে উন্নত চিকিৎসা করা যাচ্ছে না। বাবার অর্থ না থাকায় মেয়ের চিকিৎসার জন্য প্রশাসন,জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার অসহায় পরিবার।

পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা এ ব্যাপারে বলেন, একজন অসহায় প্রতিবন্ধী এবং ক্যান্সারে আক্রান্ত মেয়েটির পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি আমার সাধ্য অনুযায়ী ইউপি পরিষদ তহবিল থেকে মেয়েটির চিকিৎসার হাত বাড়াবো।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ মে ২০২২