হাজীগঞ্জ

হাজীগঞ্জে হাজী সুইটসসহ একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে হাজী সুইটসসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক দেবাশীষ রায় বাজার তদারকী অভিযান পরিচালনা করেন।

হাজীগঞ্জ মধ্য বাজারের হাজী সুইটস্ এর স্বত্ত্বাধিকারী আঃ আউয়ালকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মানব দেহে ক্ষতিকারক রং মিশ্রিত করে মিষ্টি তৈয়ার, মিষ্টির সিরাতে মশা-মাছি সহকারে বিভিন্ন প্রকারের পোকা-মাকড় থাকায় ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আগামি ১০ দিনের মধ্যে মিষ্টি বানানোর ফ্যাক্টরি পরিস্কার-পরিচ্ছন্নসহ মানসম্মত পরিবেশ তৈরি করবে বলে হাজী মিষ্টি দোকানের স্বত্ত্বাধিকারী হাজী আঃ আউয়াল ও তার ছেলে ফয়েজ উল্লার কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়।

হামিদ ষ্টোর থানা রোড প্রকাশ্যে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ১ হাজার, খাদ্দামা বেকারী মালিক শাহ আলম বেপারীকে ৫৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন।

উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, জেলা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলার নির্বাহী সদস্য মোঃ বিপ্লব সরকার, ফরিদগঞ্জ থানার এস.আই সফিক সহ সঙ্গীয় ফোর্স, জেলা ভোক্তা অধিকার অফিস সহকারী ইউসুফ মিয়া।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Share