চাঁদপুরের কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ড কোয়া-চাঁদপুর গ্রামে সোমবার গভীর রাতের আকষ্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এতে প্রায় ২০/২৫ টি পরিবার তাদের ঘর-বাড়ী হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
কবলিত এলাকা গিয়ে দেখা গেছে- ওই ওয়ার্ডে সাগরের ১টি পোল্ট্রি ফার্ম, যার ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখষ টাকা।
এছাড়া ১টি ব্র্যাক স্কুল, সুন্দর নুরু, আঃ বারেক, বাবুল খন্দকার, মফিজুল ইসলাম, এমরান, রিক্সার ড্রাইভার বাবুল, দেলোয়ার, নুরুল ইসলাম ও সাবেক কাউন্সিলরসহ তার ভাইদের বসত ঘর, রান্না ঘর, গোয়াল ঘর, বাতরুম, মূল্যবান গাছ ঝড়ের কবলে পড়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপন করা না হলেও ধারণা করা হচ্ছে ওই ওয়ার্ডে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে উক্ত পরিবারগুলো।
খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দিতে ভোর বেলা ছুটে যান এবং স্থানীয় অধিবাসী বিশিষ্ট সমাজসেবক, পৌর আওয়ামীলীগ নেতা জামাল হোসেনের পক্ষ থেকে তার ভাই ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম ক্ষতিগ্রস্থ অতি দরিদ্রের মাঝে চাল, ডাল, আলু বিতরণ করেন।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সমাজসেবক আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া:
আপডেট, বাংলাদেশ সময় ৯: ১৩ পিএম, ৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur