কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন এক যুবক। তাঁকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা অমান্য করে বাইরে ঘোরাফেরা করছিলেন।
আজ মঙ্গলবার নিজ বাড়ির সামনে তাঁর মৃত্যু হয়।তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
মারা যাওয়ার পর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মুজিবুর রহমান।
এদিকে এ ঘটনায় ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট থাকায় ওই যুবককে এক সপ্তাহ আগে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি তা না মেনে বাইরে ঘোরাফেরা করতে থাকেন। আজ দুপুরে পার্শ্ববর্তী এলাকা থেকে ফেরার পথে বাড়ির সামনে এসে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জমির মো. হাসিবুস ছাত্তার সাংবাদিকদের জানান, ওই যুবকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বার্তা কক্ষ,৭ এপ্রিল ২০২০