এবারের এশিয়া কাপে বিরাট কোহলির পারফরম্যান্স দুর্দান্ত। এ দুর্দান্ত ব্যাটে ফাঁস করে দিলো ভারতীয় মিডিয়া।
এশিয়ার সেরা টুর্নামেন্টে ভারতের রেকর্ড ষষ্ঠ শিরোপার পেছনে তাদের সেরা ব্যাটসম্যানের বিশাল অবদান। তবে কোহলির চমৎকার ব্যাটিংয়ের পেছনে অন্য কিছুর ‘গন্ধ’ খুঁজে পাচ্ছেন এক ক্রিকেটভক্ত।
তারিক হাসান নামের সেই ব্যক্তির ধারণা, রাবারের তৈরি ব্যাট দিয়ে খেলেছেন বলেই ধারাবাহিক সাফল্য পেয়েছেন কোহলি! ভারতের বিখ্যাত পত্রিকা ডেকান ক্রনিকল গুরুত্বের সঙ্গেই প্রকাশ করেছে খবরটি।
ডেকান ক্রনিকল জানিয়েছে, টুইটারে তারিক হাসান লিখেছেন, ‘কোহলির ব্যাটের ভেতরের অংশ তৈরি হয়েছে রাবার দিয়ে। আর বাইরের অংশ ঢেকে দেওয়া হয়েছে কাঠ দিয়ে। তাই তিনি বলে ব্যাট ছোঁয়ালেই বল সীমানার বাইরে চলে যায়। এটাই তাঁর রান করার রহস্য।’
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপরেও ক্ষোভ ঝেড়েছেন তারিক হাসান, ‘আইসিসি কোহলির ব্যাট পরীক্ষা করেনি। কারণ আইসিসি=বিসিসিআই=ক্রিকেটের তিন মোড়ল। তাই তাদের সম্মান করার কিছু নেই। ম্যাচটা বাংলাদেশই জিতত।’
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সাত রান করে আউট হয়ে গেলেও পরের ম্যাচগুলোতে দারুণ খেলেছেন কোহলি। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজেতানো ৪৯ ও অপরাজিত ৫৬ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ফাইনালেও ৪১ রানে অপরাজিত থেকে ভারতকে শিরোপার পথে এগিয়ে দিয়েছেন তিনি। (সূত্র এনটিভি)
নিউজ ডেস্ক : আপডেট ১১:৩৬ পিএম, ৭ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ