হাইমচরে কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জাল ও মাছ জব্দ

হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের হাইমচরে কন্টনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক এর নেতৃত্বে ও সিসি পেটি অফিসার এম নাসিরের সহ অভিযান পরিচালনা ১ লাখ মিটার কারেন্ট জাল ও ১ শ কেজি ইলিশ জব্দ করেন।

৯ অক্টোবর রাতে হাইমচর উপজেলায় মা ইলিশ সম্পদ রক্ষা অভিযানে মেঘনা নদীতে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য পাতানো জাল করে কোস্ট গার্ড।

হাইমচর মেঘনার বিভিন্ন স্পষ্ট আখনের ঘাট, হরিনা ঘাট, আলুর বাজার, ঈশানবালা নীলকমল,মাঝির বাজার, হাইমচর বাজার ঘাট,তেলিরমোড় সাহেব বজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

আটক জাল আগুনে পুড়ে ফেলা হয় এবং মাছ এতিমখানা মাঝে বিতরণ করা হয়। এসময় কন্টনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক বলেন,‘মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে কোন জেলে জাল নিয়ে নদীতে না যেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার জেলেদের প্রতি অনুরোধ আপনারা অভিভান চলাকানী অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরাতে যাবেন। কোন জেলে আমাদের হাতে ধরা খেলে তাদেরকে জেলে পাঠানো হবে।’

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহবুব রশিদ।

মো.ইসমাইল, হাইমচর
১০ অক্টোবর ২০২২
এজি

Share