ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কালু পাটওয়ারী আর নেই

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, ফরিদগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মাহবুবুল বাশার কালু পাটওয়ারী আর নেই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা: জাহাঙ্গীর আলম শিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর, তিনি স্ত্রী, দুই পুত্র, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, দুপুরে জোহরের নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথম ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টারে নেয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানান, কালু পাটওয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

এদিকে মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর মৃত্যুতে ফরিদগঞ্জ আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের জানাজা শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম, বাদ জুমা ফরিদগঞ্জ এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং বাদ আছর নিজ বাড়িতে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ০৬ : ৩৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Share