চাঁদপুরে কোরবানির গোস্তের উপর `আল্লাহ’ লেখা দৃশ্যমান হয়ে উঠেছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের কোড়ালিয়া এলাকায় অলৌকিক এ ঘটনার খবর পাওয়া যায়।
কোড়ালিয়া এলাকার বাসিন্দা সেলিম সর্দারের মেয়ে, সাংবাদিক আশিক বিন রহিমের স্ত্রী তাসলিমা মিতু সকাল বেলা ফ্রিজে রাখা কোরবানির গোস্ত রান্না করার জন্য কেটে টুকরো করেন। একসময় টুকরো টুকরো গোস্তগুলো চুলোয় রাখা পাতিলের ভেতরে রাখেন। কিন্তু হঠাৎ করেই দুই টুকরো গোস্ত ঝোলের নিচ থেকে উপরে ভেসে উঠে। এরপর চামচ দিয়ে বার বার তা পাতিলের নিচে (ঝোলের মধ্যে) দেওয়ার চেষ্টা করলেও প্রতিবারই উপরে ভেসে ওঠে।
এক পর্যায়ে হাড়ি থেকে গোস্তের টুকরো দুটি তুলে নিয়ে দেখতে পান তাতে আরবি অক্ষরে কিছু লেখা রয়েছে।
এসময় তার মাসহ পরিবারের অন্যান্যরা বিষয়টি ভালো করে দেখেন, সেখানে অারবী অক্ষরে স্পষ্ট “আল্লাহু” লেখা দৃশ্যমান হয়েছে। বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আশিক বিন রহিম জানান, গোস্তের টুকরোয় ” আল্লাহু” লেখাটি আমিও দেখেছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এ ধরণের ঘটনার ব্যাখ্যা হয়তো নেই। তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবীর সকল ধর্মেই এ ধরণের কিছু বিষয় দেখা যায়। তাই বলতে পারি, এগুলো মহান সৃষ্টিকর্তার
কুদরত। যুগে যুগে এমনসব অলোকিক ঘটনা ঘটে এসেছে, আর ঘটবে।
স্টাফ করেসপন্ডেন্ট