আগামি ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। এদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করবেন মুসলিমরা। ইসলামের বিধান অনুযায়ী কোরবানির পশুর গোশত ৩ ভাগ করে বিতরণ করতে হয়। কোরবানির গোশত যে কেউ খেতে পারবেন। তবে পশুর কিছু অংশ খাওয়ার বিষয়ে নিধেষাজ্ঞা রয়েছে।
কেবল কোরবানির পশু নয় ; যেকোনো হালাল প্রাণীর সাতটি অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.)। বায়হাকি শরীফে বিখ্যাত তাবেয়ি মুজাহিদ (রহ.)-এর বর্ণনায় নবীজি (সা.)-এর অপছন্দনীয় অংশগুলো হলো: ১.প্রবাহিত রক্ত, ২.নর প্রাণীর পুং লিঙ্গ, ৩.অণ্ডকোষ, ৪.মাদি প্রাণীর স্ত্রী লিঙ্গ, ৫.মাংসগ্রন্থি, ৬. মূত্রথলি, ৭. পিত্ত।
অতএব আমরা যেন সতর্ক থাকি। পশু জবাই করে চামড়া ছাড়ানো বা গোশত বণ্টনের সময়ই যেন এ অংশগুলো আলাদা করে ফেলে দিই।
বার্তা কক্ষ , ১৮ জুলাইু ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur