কোরবানির ঈদকে টার্গেট করে প্রতিবছরের মতো এবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। পাইকারিতে দাম কমলেও অতি মুনাফার লোভে খুচরা বিক্রেতারা এক দিনের ব্যবধানে কেজিতে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বাড়িয়েছে সর্বোচ্চ ৫ টাকা।
সঙ্গে জিরার দামও কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা বেড়েছে। এছাড়া এলাচ, লবঙ্গ ও দারুচিনির বাজার স্থিতিশীল থাকলেও বিক্রি হচ্ছে উচ্চমূল্যে।
ভোক্তারা বলছেন, কোরবানির ঈদ আসার আগেই অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজসহ অন্যান্য মসলার দাম বাড়ায়। এবারও বাড়াতে শুরু করেছে। তাই এখন থেকেই মসলার বাজার মনিটরিং করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। এতে ভোক্তার সুফল মিলবে।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্যতালিকায় মঙ্গলবার দাম বাড়ার এ চিত্র দেখা গেছে।
সংস্থাটি বলছে, এক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। আর প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১০ শতাংশ। এছাড়া প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ।
জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো.আবদুল জব্বার মণ্ডল বলেন, করোনা পরিস্থিতি ও কোরবানির ঈদকে ঘিরে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে বিশেষভাবে বাজার তদারকি করা হচ্ছে। যেসব পণ্যের দাম বেড়েছে, অতি দ্রুত তার কারণ বের করা হবে।
ঢাকা ব্যুরো চীফ, ১৬ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur