Home / চাঁদপুর / কোরবানি ঈদে চাঁদপুরে ব্যস্ত কামারশিল্পীরা
কোরবানি ঈদে চাঁদপুরে ব্যস্ত কামারশিল্পীরা

কোরবানি ঈদে চাঁদপুরে ব্যস্ত কামারশিল্পীরা

শরীফুল ইসলাম || আপডেট: ০৭:১৮ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫,  মঙ্গলবার

চাঁদপুর শহরের বেশ কয়েকটি স্থানে কোরবানি ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছে কামাররা।

বাইরে থেকে কয়লা, লোহা কিনে সারাদিন নিজের শরীরের ঘাম ঝরিয়ে যে প্রত্যাশা নিয়ে বিভিন্ন রকমের কোরবানির মাংস কাটার যন্ত্রপাতি তৈরি করেছে কামাররা বৃষ্টির কারণে ক্রেতা না থাকায় বিক্রি ও পুজি উঠানো নিয়ে এখন চিন্তায় পড়ে গেছেন তারা।

প্রতি বছর এই সময়টাতে অপেক্ষায় থাকেন কামার শিল্পীরা একটু ভালো বেচাকেনা করতে।

শহরের আ. করিম পাটোয়ারী সড়কে কয়েকটি দোকানে দেখা যায় দা. চাপাতি, কুড়াল, জাবাইকৃত ছুরি, ছোট ছুরিসহ কুরবানির পশু জবাই করার সকল যন্ত্রপাতির পশরা সাজিয়ে রেখেছে।

গতবারের তুলনায় যন্ত্রপাতির দাম একটু বেশি থাকলেও প্রয়োজনে ওইসকল কামারীর দোকানে ভীড় জমাচ্ছেন ক্রেতারা।

মঙ্গলবার দুপুরে তালতলা সড়কের জয়দেব কামারের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে কয়লা ও লোহার দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। যার কারণে যন্ত্রপাতি তৈরি করে দাম একটু বেশি রাখতে হয়। এখানে পশু কাটার ছুরি ১শ’ টাকা থেকে শুরু করে ১২শ’ টাকা পর্যন্ত রাখা হয়। ঈদের আর মাত্র দু’দিন বকি। প্রথম পর্যায়ে যন্ত্রপাতি তেমন বিক্রি করতে না পরায় একটু হতাশ ছিলাম কিন্তু সোমবার থেকে ক্রেতারা যন্ত্রপাতি কিনতে শুরু করায় কিছুটা হতাশা কমেছে। আশা করি ঈদের আগের দিন পর্যন্ত ভালোই বিক্রি করতে পারবো।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫