বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় চাঁদপুরের হাইমচরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং তিনবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেল ৩টায় কোরআনে হাফেজদের মাধ্যমে কোরআন খতম সম্পন্ন করা হয়। এরপর বাদ আছর হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কমিটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় গভীর শ্রদ্ধার সাথে দোয়া পাঠ করেন এবং তার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন।
প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur