কচুয়া

কচুয়া সাড়ে ৫ মাসে কোরআনে হাফেজ হলেন মাহবুবুল ইসলাম

পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুল ইসলাম। হাফেজ মাহবুবুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তার বাবা জহিরুল ইসলাম কচুয়ার উদ্দীপন শাখায় কর্মরত রয়েছেন।

ওই মাদ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন। ৭ মার্চ রোববার দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধরা রিসোর্স সেন্টারের মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ তাকে পাগড়ীদান (দস্তারবন্দী) প্রদান করেন।

মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মো: আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন, এসময় কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খোরশেদ আলম,কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা,নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহবুবুল ইসলাম কোরআনে হাফেজ হওয়ায় আনন্দিত তার পরিবার। ভবিষ্যতে দ্বীনি শিক্ষার পাশাপাশি একজন নেককার আলেম হতে চান হাফেজ মাহবুবুল ইসলাম।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৮ মার্চ ২০২১

Share