কোভিড ১৯-এ বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময়েও বৈশ্বিক এই মহামারীর দাপট কমেনি। বরং নতুন রূপে দেখা দিয়েছে কয়েকটি দেশে। ইতিমধ্যে করোনাভাইরাসে বিশ্বে সাড়ে ১৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ কোটি ১৩ লাখ ১৮ হাজার ২৪০ জন। আরা মারা গেছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৩২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৮০৫ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৪৫৯ জন। করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৬৭ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ হাজার ২৪৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪ লাখ ৭৯ হাজার ৮৭৯ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। লাতিন আমেরিকার দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৬১৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দিয়েছে।
১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আন্তর্জাতিক ডেস্ক,১২ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur