চাঁদপুরের শাহরাস্তিতে ওপেন হাউস ডে পালিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি মডেল থানার প্রশাসনের আয়োজনে পুলিশ কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী। তিনি বলেন, এই দেশ আমাদের সবার, সবারই দেশকে ভালবাসতে হবে। কোন গোষ্ঠী বা ব্যক্তি যেন ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, মো:জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা জামায়েত ইসলামের আমির মো: মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন মিয়াজি, পৌর জামায়েত আমীর মোঃ জাহাঙ্গীর আলম,ছাত্র আন্দোলনের নেতা মোঃ আক্তার হোসেন সিহাব, হানিফ, পুলিশের সাব-ইন্সপেক্টর আল আমিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য জোটের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৯ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur