জাতীয়

এ দেশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। জঙ্গি ও সন্ত্রাসকে আমরা কোনোদিন প্রশ্রয় দেব না। এ দেশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়ের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পর এ দেশে লুটপাটের রাজনীতি শুরু করেছিল ক্ষমতা দখলকারীরা। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ সরকার উন্নয়ন-জনসেবার মধ্য দিয়ে জনগণকে বোঝাতে সমর্থ হয়, সরকার জনগণেরই সেবক।

তিনি আরও বলেন, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোতভাবে নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব। (কালেকণ্ঠ)

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ১৩ পিএম, ১২ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

Share