Home / শিক্ষাঙ্গন / কোনো পাস নেই ১০৯ শিক্ষা প্রতিষ্ঠানে
কান্না
আশানুরুপ ফলাফল না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন চাঁদপুর সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী।

কোনো পাস নেই ১০৯ শিক্ষা প্রতিষ্ঠানে

২০১৮ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৯ টি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।

মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর শূণ্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৯ টি। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গত বছর ৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসাবে এবার শতভাগ ফেলের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৬টি।

এদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী।

গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬ টি হলে এবার তা কমে দাড়িয়েছে ১ হাজার ৫৭৪ টি।

Leave a Reply