চাঁদপুর শহরের ৮ নং ওয়ার্ড কোড়ালিয়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খোদ ওই শিশুর মা ও স্বজনরা ঘটনার সত্যতা স্বীকার করে লম্পট শুভর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
জানা যায়, চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার মিজান রাড়ীর ভায়রার মেয়ে তার বাড়িতে বেড়াতে আসে।২৯ ডিসেম্বর শুক্রবার শিশুটি বড়ই খেতে গেলে এই সুযোগে প্রতিবেশি মৃত রফিক ঢালীর ছেলে শুভ তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করে।পরে ঘটনাটি জানা জানি হলে এ নিয়ে এলাকায় রীতিমতো তোলপাড় শুরু হয়। এমনকি ঘটনার পরপরই লম্পট শুভ এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়।
মিজান রাড়ীর স্ত্রী জানায়,আমার বোনের মেয়ে কয়েক দিন হলো আমার বাড়িতে বেড়াতে আসছে।আজ সে ওই খানে আমার মেয়ের বাড়িতে বড়ই খেতে যায়।এই সুযোগে সে এই কাজ করে। তার একটা বাচ্চা আছে। বউ এখন আবার প্রেগন্যান্ট।
অভিযুক্ত শুভর স্ত্রী জানায়,স্যার এমন একটা ঘটনা আমরা কি বলবো বলেন।আমাদেরকে মাফ করে দেন।
এবিষয়ে ওই ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন বলেন, (মুঠোফোনে) আমি ঘটনাটি কিছুক্ষণ আগে শুনেছি। আমিও চাই এর সুষ্ঠু বিচার হোক।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৩০ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur