বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিউল বারী বাবুর সুস্থতা কামনায় চাঁদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান ঢালীর উদ্যোগে ৩ জুলাই শুক্রবার বাদ আছর শহরের পুরাণবাজার মোহাম্মদীয়া জামে মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াস ফরিদি।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো.সোলায়মান ঢালী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন পাটওয়ারী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার বাসু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিব বেপারী, মো. জহির দেওয়ান, বিল্লাল শেখ, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন বেপারি, পৌর ছাত্রদলের সদ্য-সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লিটন শেখ, শহর যুবদলের সদস্য মো. সাগর হাওলাদার, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাফর খান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুদ্দিন ও মামুন প্রমুখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৩ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur