Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত ফরিদগঞ্জের হাসান সাগর
কেন্দ্রীয় যুবলীগের, যুবলীগের

কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত ফরিদগঞ্জের হাসান সাগর

মনে প্রানে রাজনীতির মঞ্চে বেড়ে উঠা নাম হারিছ হাসান সাগর। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামের অধিবাসী। সম্ভ্রান্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

ছোটবেলা থেকে তার নেতৃত্বের স্বভাব ছিলো চোখে পড়ার মত। শৈশবে চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯৮৩ সালে ছাত্রলীগের স্কুল শাখার সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব শুরু করেন। ধীরে ধীরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব প্রদানে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। দুঃসময়ের সংগ্রামী ও সাহসী যোদ্ধা তিনি।

বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণের লক্ষে মেধা,শ্রম,ত্যাগ ছিলো অনেক। রক্তে মাংসে গড়া উঠা মেধাবী ছাত্রনেতা তিনি। কখনো অন্যায়ের সাথে আফোস করেন নি। বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব তাকে উজ্জীবিত করে।

অনুভব করেছেন, হৃদয়ে গ্রথিত করেছেন প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কে। যেখানেই শিক্ষাজীবন সেখানেই ছাত্রলীগে ফ্রন্টলাইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি তাঁর জীবনের ক্যারিয়ার বা স্বপ্ন।

দীর্ঘসময়ে সচেতনতা ও দায়িত্বশীল হয়ে সংগঠনকে সময় দিয়েছেন। ১৯ ৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি এবং ১৯৯৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সবসময়ই ছাত্রলীগ বা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন।

২১ শে গ্রেনেড হামলা। বাংলাদেশের ইতিহাসে জগন্যতম অধ্যায়। শুনলেই শরীর শিউরে ওঠে। সেদিন অনেকেই নিহত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সহ অসংখ্য নেতা কর্মী মারত্মকভাবে আহত হয়েছেন।

হারিছ হাসান সাগরও মারত্মকভাবে আহত হয়েছিলেন। জীবন-সংশয় থাকলেও তিনি সাহসী ও সংগ্রামী মনোভাব নিয়ে নেতৃত্ব প্রদান করে চলছেন।

২০২০ সাল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের সময়ে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের কার্যক্রম চলছিল। হানা দিয়েছে বন্যা ও করোনার মত মহামারি। থেমে নেই কিছু। স্বাস্থবিধি মেনে সাহস ও মানসিক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসময়ই ঘোষণা এলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি। পরশ ও মাইনুল কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন হারিছ হাসান সাগর। তিনি তাঁর দায়িত্ব নিয়ে নির্ভীক স্বপ্নচারী বাস্তবের সাথে মেলবন্ধন রেখে দেশ সমাজ ও মানুষের কল্যানে কাজ করে যাবেন।

সাহিত্য ও সংস্কৃতি বান্ধন তিনি।নিয়মিত কবিতা লেখেন-ইতিহাস ও ঐতিহ্যমূলক কবিতা রয়েছে। ইতিমধ্যে তার’প্রতীক্ষার প্রহর ‘কবিতা গ্রন্থটি বেশ আলোচিত হয়েছে। সাহিত্য ও রাজনীতির মঞ্চে তিনি নিরলস কাজ করবেন এলাকাবাসীর প্রত্যাশা নিরন্তর।

স্টাফ করেসপন্ডেট,১৭ নভেম্বর ২০২০