রাজনীতি

কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক একশ’র মধ্যে রাখা হবে : ওবায়দুল কাদের

আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক একশ’র মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ধানমন্ডি প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদের বৈঠকে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে ৭/৮ জন বাড়বে। কমিটির কার্য নির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপ-কমিটির সহ-সম্পাদক একশ’ এর মধ্যে রাখা হবে।’

তিনি বলেন, ‘৬৫৭০ জন কাউন্সিলর সারাদেশ থেকে আসবে। এর বাইরে কতজন ডেলিগেটর জেলা পর্যায় থেকে আসবে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি সাধারণ সম্পাদকরা আমাদের কাছে লিস্ট দিবেন।’

এ সময় সম্মেলনকে সফল করার লক্ষে দফতর উপ-কমিটি আটটি বুথ করে আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান দফতর উপ-পরিষদ আহ্বায়ক।

এ পর্যন্ত ২১টি জেলার কাউন্সিলরদের নামের তালিকা হাতে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে বাকি জেলাগুলোর কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা দিতে হবে। এই সম্মেলনে ৭০টি সাংগঠনিক জেলা কাউন্সিলরদের তালিকা দিবেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, “সম্মেলনে কোন ধরনের আত্ম-প্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে, ছবি দিয়ে পোস্টার ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দফতর উপ-পরিষদের সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ, কমিটির সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী ও এসএম কামাল হোসেন প্রমুখ।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬:১২ পিএম, ১ অক্টোবর ২০১৬, শনিবার
এইউ

Share