চাঁদপুর সদর

কেতলির গরম পানিতে ঝলসে গেলো দু’সহদর শিশু

কেতলির গরম পানিতে তানিয়া আক্তার (১১) ও তামীম হোসেন (৩) নামের দু’সহদর শিশুর শরীর ঝলসে গেছে।
শুক্রবার (১৮ মে) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত দুশিশু সম্পর্কে পরস্পর চাচাতো ভাই-বোন।

আহত তানিয়া আক্তার মৈশাদী গ্রামের খান বাড়ির সেলিম খানের শিশুকন্যা ও তামীম একই বাড়ির নজরুল খানের ছেলে।
এদের দু’জনের মধ্যে তামীমের অবস্থা আশংকাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরন করা হয়ছে।

আহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় তারা দু’জন বাড়ির সামনে দোকানের কাছে যাওয়ার সময়, অন্য এক শিশু কেতলীতে করে গরম পানি নিয়ে দোকানে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এতে করে কেতলিতে থাকা গরম পানি তাদের দু’জনের শরীরে পড়ে। আর ওই গরম পানিতে শিশু তানিয়া ও তামীমের শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়। পরে স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

প্রতিবেদক : কবির হোসেন মিজি

Share