Tuesday, 02 June, 2015 4:34:00 PM
স্টাফ করেসপন্ডেন্ট:
চাঁদপুর টাইমসের সংনস্কৃতি প্রতিবেদক ও বিজ্ঞাপণ ম্যানেজার জি এম ফজলুর রহমানের ২২তম জন্মদিন উৎসব পালিত হয়েছে। সোমবার রাতে কুমিল্লা রোডস্থ চাঁদপুর টাইমসের নিজস্ব কার্যালয় ফিরোজা হাফেজ শান্তি নিকেতনে এ আয়োজন করা হয়।
কেক কেটে জন্মদিন পালনের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ব্যাবস্থাপনা সম্পাদক আসমা ইব্রাহীম, প্রধান সম্পাদক মোসাদ্দেক আল আকিব, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, সম্পাদকমন্ডলীর সদস্য ও ইনডিপেনডেন্ট টেলিভিশন চাঁদপুরের রিপোর্টার আহমেদ শাহেদ, ম্যানাজার মোস্তফা কামাল।
ফজলুর রহমানের সহকর্মী ও বন্ধুদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোস্তফা ঢালী, স্বপন দাস, কবির সরকার, সাখাওয়াত মিয়াজী, রাছেল খান, ফরহাদ হোসেন, রুমন শেখ, আজাদ সরকার, শাকিল খান, ইকবাল, রবি,
ফজলুর রহমানের প্রিয় ভাতিজা কাজী আফতাব সামী, ভাতিজীদের মধ্যে কাজী ইশরাত জামিলা আহনাফ, কাজী জেবা রাইসা আদিবা প্রমুখ।
চাঁদপুর টাইমস /ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।